Joy Jugantor | online newspaper

বগুড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪১, ১৬ সেপ্টেম্বর ২০২৩

বগুড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

শনিবার বগুড়া জেলা পরিষদ কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বগুড়া জেলা পরিষদ কর্তৃক সারিয়াকান্দি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ ৪২টি পরিবারের মাঝে নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার বেলা ১২টার দিকে জেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলার কামালপুর ইউনিয়নের ইছামারা গ্রামের ৪২টি পরিবারের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়। 

ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী গোলাম মো. শাহ নেওয়াজ, প্যানেল চেয়ারম্যান-সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু, সদস্য আব্দুল্লাহ হিল বাকি, কাজি আব্দুর রশিদ ফরাজী, নাসরিন রহমান সীমা, জেলা পরিষদের প্রধান সহকারি শফিকুল ইসলাম বাদশা, কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাছেদুউজ্জমান রাছেল। 

অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্থ ৩১ টি পরিবারে ১০ হাজার টাকা করে ও ১১টি পরিবারে ৫ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।