Joy Jugantor | online newspaper

শিবগঞ্জে বিনিয়োগ উন্নয়ন  কর্তৃপক্ষের ৪ প্রতিষ্ঠান পরিদর্শন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৮, ১ জুন ২০২৩

আপডেট: ২১:০৮, ১ জুন ২০২৩

শিবগঞ্জে বিনিয়োগ উন্নয়ন  কর্তৃপক্ষের ৪ প্রতিষ্ঠান পরিদর্শন

প্রধানমন্ত্রী কার্যালয়ের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল শিবগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে।

প্রধানমন্ত্রী কার্যালয়ের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল শিবগঞ্জে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রোমা অটো রাইস মিল, অটো আতব মিল, পুষ্টি কার্নেল ফ্যাক্টরী ও পুষ্টি চাল মিশ্রণ ইউনিট পরিদর্শন করেন ঐ প্রতিনিধি দল।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (জি.এম) জাহাঙ্গীর আলম জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চার সদস্যর একটি প্রতিনিধি দল সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলমের উক্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে। পরিদর্শন টিমে ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠানের পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক এস.এম সুহেল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পরিদর্শক এম মহিউদ্দীন, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন ও বিদুৎ বিভাগের ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরাফাত রহমান।

তিনি আরো জানান, প্রতিনিধি দল প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের বাণিজ্যিক সফলতা কামনা করেন।