Joy Jugantor | online newspaper

ধুনটে মাচা পদ্ধতিতে তরমুজ  চাষ প্রদর্শনীর মাঠ দিবস

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ০৩:১৫, ১ জুন ২০২৩

ধুনটে মাচা পদ্ধতিতে তরমুজ  চাষ প্রদর্শনীর মাঠ দিবস

ছবি: জয়যুগান্তর

বগুড়ার ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাচা পদ্ধতিতে তরমুজ ফসল চাষ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার চানদিয়াড় গ্রামের কৃষক আব্দুল কুদ্দুরে বাড়িতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মতলুবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান।

সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান আজাহার আলী।

ধুনট উপজেলা উপসহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আরিফুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপসহকারি কৃষি কর্মকর্তা রুবেল রানা, সোহেল রানা, লালতীর সীড লিমিটেডের প্রতিনিধি জহুরুল ইসলাম প্রমুখ।