Joy Jugantor | online newspaper

সৈয়দপুরে জ্বালানি তেল কম দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪:০৯, ৩০ মে ২০২৩

সৈয়দপুরে জ্বালানি তেল কম দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

দুই ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

নীলফামারির সৈয়দপুর উপজেলায় জ্বালানি তেল কম দেয়া ও সনদ না থাকায় দুই ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সহযোগীতায় ছিল জেলা বিএসটিআই।

অভিযানে মেসার্স রওশন এন্ড রজব ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা এবং বাৎসরিক ভেরিফিকেশন সনদ না থাকায় মেসার্স খালেক ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এতে আরও উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআইয়ের পরিদর্শনকারী কর্মকর্তা জুনায়েদ আহমেদ ও পরিদর্শক মো. হাফিজুর রহমান।