Joy Jugantor | online newspaper

শাজাহানপুরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে  জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ০২:৩৮, ২৬ মে ২০২৩

শাজাহানপুরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে  জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

ছবি: জয়যুগান্তর

ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জনসচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে ।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম। সভা সঞ্চালনা করেন সহকারি কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
 
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার ওসি আব্দুল কাদের জিলানী, মুক্তিযোদ্ধা হযরত আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ। এর আগে প্রেজেক্টরের মাধ্যমে ‘স্মার্ট ভূমিসেবা’ সংক্রান্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাওয়া ৭৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যরা জনসচেতনতামূলক সভায় অংশ নেন। 

অনুষ্ঠান শেষে ৭৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি সংক্রান্ত দলিলপত্র হস্তান্তর করা হয়।