
মশলার গুড়োয় ভেজাল রঙ মেশানোর দায়ে ব্যবসায়ী এক লাখ টাকা জরিমানা।
মশলার গুড়োর সঙ্গে কাপড় ও কাঠের রঙ মেশানোর দায়ে বগুড়ায় সুলতান বাদশা নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে শহরের রাজাবাজারে এক অভিযানে এই জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সুলতান বাদশা তার কারখানায় হলুদ, মরিচ ও ধনিয়া ভাঙাতেন। ভাঙ্গানোর কারখানাতেই ভেজাল রঙ, ধানের তুষ মেশাতেন।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ১২ টার দিকে সুলতান বাদশার কারখানায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে ১০০ কেজির ইটের গুড়ো, ৫০ কেজি ধানের তুষ, কাপড় ও কাঠের রঙ পাওয়া যায়। এ ছাড়া প্রচুর মশলার গুড়ো ছিল কারখানায়। এগুলোতে ভেজাল মেশানো ছিল।
ইফতেখারুল আলম বলেন, এ ঘটনায় সুলতান বাদশাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে কারখানা সিলগালা করা হয়।
ভোক্তা অধিকারের এই কর্মকর্তা আরও বলেন, পরবর্তীতে একই ধরনের অপরাধ পাওয়া গেলে নিয়মিত মামলা দেয়া হবে কারখানা মালিকের বিরুদ্ধে।
অভিযানে জেলা কৃষি বিপণন অফিস, চেম্বার অব কমার্স এবং জেলা পুলিশের একটি দল সহযোগীতা করে।