Joy Jugantor | online newspaper

বগুড়ায় ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৩, ২৩ মে ২০২৩

বগুড়ায় ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

মঙ্গলবার বিকেলে বগুড়ায় আনন্দ শোভাযাত্রা বের করে জেলা ছাত্রলীগ।

'দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ' নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র উদ্ভাবিত কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পাওয়ায় বগুড়ায় আনন্দ শোভাযাত্রা বের করে জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার বিকেলে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

এতে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জাকির হোসেন নবাব, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সজল ঘোষ। এসময় উপস্থিত ছিরেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ আলম পারভেজ, আতিকুর রহমান আতিক, শেখ হৃদয় মিঠু সবুজ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সুজন আকন্দ, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি শামীমা সুমি, সাধারণ সম্পাদক রুবাইয়া খাতুন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সাব্বির, বগুড়া সরকারি কলেজের সভাপতি সিয়াম শাহরিয়ার খান, সাধারন সম্পাদক  সাফিনুল ইসলাম সাফিন, আজিজুল হক কলেজ ছাত্রলীগ নেতা তন্ময় সাহাসহ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ । ১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী যে কমিউনিটি স্বাস্থ্যসেবা চালু করেছিল ২০২৩ সালে সেটি "দ্যা শেখ হাসিনা ইনিশিয়েটিভ" নামে জাতিসংঘ কর্তৃক রেজুলেশনের মাধ্যমে স্বীকৃতি পেয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠার ও বাংলার দুঃখী মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেবা প্রদান করে আসছে। যেখানে ৩২ ধরনের ঔষধ বিনামূল্যে সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।

বক্তারা আরও বলেন, তরুণ সমাজ এবং ছাত্রসমাজকে সাথে নিয়ে জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। সামনে আমাদের জাতীয় নির্বাচন। এই নির্বাচনে নৌকা মার্কাকে পুনরায় বিজয়ী করার লক্ষ্যে ছাত্র সমাজকে কাজ করে যেতে হবে।