Joy Jugantor | online newspaper

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও বিশেষ বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৩, ২৪ মে ২০২৩

আপডেট: ০১:৫৪, ২৪ মে ২০২৩

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও বিশেষ বর্ধিত সভা

মঙ্গলবার বগুড়ায় শহর স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে শহরের টেম্পল রোড দলীয় কার্যালয়ে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিমুল বারী নাসিম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে সদস্য সংগ্রহের কার্যক্রম শুরু করেছে শহর স্বেচ্ছাসেবক লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে দেশ এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে। স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা হবে প্রধানমন্ত্রীর বিশ্বস্ত ভ্যানগার্ড। এ দলে টেন্ডারবাজ, চাঁদাবাজ, মাদকসেবীদের স্থান হবে না। প্রতিটি নেতাকর্মীদের সেবকের ভূমিকা পালন করতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি শাসক নই, আমি জনগণের সেবক’। তাকে অনুসরণ করে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা কাজ করবে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে স্বেচ্ছাসেবক লীগ বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি, দেশের বিরুদ্ধে সকল অপতৎপরতা, জঙ্গীবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা প্রতিহত করতে স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ অগ্রণী ভূমিকা পালন করবে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশের উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ এ দেশের মাটি-মানুষের উন্নয়নের জন্য কাজ করে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. লিটন শেখের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি আরিফুল বারী আনজিল, রায়হান শেখ, রাসেল মন্ডল, মাসুদ আহম্মেদ, হালিম, অমিত পশারী, সাব্বির আহম্মেদ, আসাদ, বিজয় শেখ, মিজু, বিশাল শেখ, বাপ্পি, রাব্বি, রুবেল হোসেন, পলাশ, সাজনসহ ২১টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।