Joy Jugantor | online newspaper

নাটোরে ট্রাক-মাইক্রো সংঘর্ষে প্রাণ গেল ‍যুবকের

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৪, ২৩ মে ২০২৩

নাটোরে ট্রাক-মাইক্রো সংঘর্ষে প্রাণ গেল ‍যুবকের

সংগৃহীত ছবি।

নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় শিপন আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুর তরমুজ পাম্প এলাকায় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও তিনজন। আহতদের ‍উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত শিপন কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা আজমতপুর এলাকার বাসিন্দা।

বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান ঘটনা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শিপন তার প্রবাসী শ্বশুরকে সঙ্গে নিয়ে ঢাকা বিমানবন্দর থেকে মাইক্রোবাসে করে কুষ্টিয়া যাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাইক্রোবাসটি ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান শিপন। এ সময় আহত হন তিনজন।

হাবিবুর রহমান আরও জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এ ছাড়া আহতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।