Joy Jugantor | online newspaper

যাত্রী সেজে ফেনসিডিল পাচারকালে বগুড়ায় নারী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৭, ২৩ মে ২০২৩

যাত্রী সেজে ফেনসিডিল পাচারকালে বগুড়ায় নারী আটক

উদ্ধার হওয়া ফেনসিডিল।

বাসে যাত্রী সেজে ফেনসিডিল পাচারের অভিযোগে বগুড়ার সদরে রিতা বেগম নামে এক নারীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

এর আগে সোমবার সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বাঘোপাড়া রংপুর-বগুড়া মহাসড়কে বাসে তল্লাশী করে ওই নারীকে আটক করেন র‌্যাব দস্যরা। 

৩৩ বছরের রিতা বেগম নওগাঁর সদরের চকদেব জনকল্যাণ এলাকার বাসিন্দা। 

এসব বিষয় নিশ্চিত করেন র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম। 

তিনি জানান, দিনাজপুর থেকে বাসে করে একজন ফেনসিডিল চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল। এমন গোপন সংবাদে সোমবার সন্ধ্যায় বাঘোপাড়া এলাকায় তল্লাশী পোস্ট বসানো হয়। সেখানে রিতা বেগম নামে ওই নারীকে ৪৬ বোতল ফেনসিডিলসহ পাওয়া যায়। পরে তাকে আটক করে নিয়ে আসে র‌্যাবের তল্লাশী দল। মঙ্গলবার তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের স্কোয়াড কমান্ডার বলেন, আটক নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে চারটি মাদক মামলা সন্ধান মিলেছে।