Joy Jugantor | online newspaper

সিংড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ০৪:২৮, ২৭ মার্চ ২০২৩

সিংড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলকG

নাটোরের সিংড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সূর্যোদায়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।

সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি।

এসময় শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, সিংড়া পৌরসভা, সিংড়া থানা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুুল ফেরদৌস, সহকারি পুলিশ সুপার (সিংড়া সার্কেল) মো. আকতারুজ্জামান, সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান, উপজেলা আ'লীগের সভাপতি এড. শেখ মো. ওহিদুর রহমান, পৌর আ'লীগের সভাপতি ডালিম আহমেদ ডন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।

অপরদিকে সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।