
ছবিঃ জয়যুগান্তর।
বগুড়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েছেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্র আহসান কবির। তিনি সোনাতলা উপজেলার পূর্বতেকানি গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আশরাফুল ইসলামের ছেলে।
আহসান সরকারি আজিজুল হক কলেজের সমাজকর্ম বিভাগের সম্মান ৩য় বর্ষের ছাত্র। তিন ভাই বোনের মধ্যে তিনিই সবার বড়।
গতকাল রোববার রাত ১১ টার দিকে জেলা পুলিশ লাইনসে অডিটোরিয়ামে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এতে ১২৯ জন নিয়োগপ্রাপ্ত তরুণ-তরুণীদের মধ্যে সম্মিলিতভাবে প্রথম হোন আহসান।
বগুড়া জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বোরহানসহ আরও ১১০ জন তরুণ ও ১৯ জন তরুণী এই পদে নিয়োগ পেয়েছেন। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)-২০২৩ পরীক্ষায় জেলা থেকে মাত্র ১২০ টাকা ফি দিয়ে চার হাজার জনেরও বেশি প্রার্থী অনলাইনে আবেদন করেন। পরে আবেদনকারীদের মধ্য থেকে তিনটি ধাপ পেরিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন ১০৯২ জন। চূড়ান্ত ফলাফলে নতুন ১২৯ জন কনস্টেবলকে নিয়োগ দেওয়া হয়েছে।
এ সময় নির্বাচিত প্রার্থীদের বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিষ্টিমুখ করানো হয়।
আহসান কবির বলেন, 'বাবা একজন পুলিশ সদস্য ছিলেন। এজন্য ছোট থেকেই বাবার মতো পুলিশ হওয়ার স্বপ্ন পোষণ করেছি। পরিবারের হাল ধরা খুব জরুরি ছিল। বাবা অনেকদিন আগেই অবসরে গিয়েছেন। বাবা পুলিশ থাকলেও আমি নিজে কখনও বিশ্বাস করতাম না মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি সম্ভব। এসপি স্যারসহ সবার প্রতি আমি কৃতজ্ঞ।'
ফলাফল ঘোষণার সময় অন্যানদের মধ্যে নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজিউর রহমান, নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বড়ইগ্রাম সার্কেল) মো. রাজীব, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আকতার, সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ-সোনাতলা) তানভীর হাসান উপস্থিত ছিলেন।