Joy Jugantor | online newspaper

বগুড়ায় তাহেরুলকে খুন করা হয় তার দুই চাচার নেতৃত্বে

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২০:৩০, ১৯ মার্চ ২০২৩

আপডেট: ২০:৩১, ১৯ মার্চ ২০২৩

বগুড়ায় তাহেরুলকে খুন করা হয় তার দুই চাচার নেতৃত্বে

ফাইল ছবি ।

শুধু মাত্র বড়ির সীমানার দ্বন্দ্বে বগুড়ার সোনাতলায় খুন করা হয় কৃষক তাহেরুল ইসলামকে। তাকে খুুনের নেতৃত্ব দেন তারই দুই চাচা।

এ হত্যার ঘটনায় তাহেরুলের স্ত্রী রিতা বেগম বাদী হয়ে রোববার বিকেল ৪টার দিকে সোনাতলা থানায় মামলা দায়ের করেছেন। মামলায় খুনের ঘটনায় নেতৃত্ব দেওয়া তাহেরুলের দুই চাচা সাবেক ইউুপ সদস্য মো.টুকু ও মুঞ্জুসহ ১১ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়াও এ মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতদের।  

এ ঘটনায় পুলিশ শনিবার দিবাগত রাতে সোনাতলার চাইকানতলা গ্রামে অভিযান চালিয়ে মামলায় এজাহারভুক্ত আসামি রেখা বেগম (৩৫) ও ১৫ বছর বয়সী এক কিশোরীকে গ্রেপ্তার করে।

এরআগে শনিবার বিকেল সাড়ে চারটার দিকে সোনাতলা উপজেলার চাইকানতলা গ্রামে তাহেরুলকে কুপিয়ে হত্যা করা হয়। ৩৫ বছর বয়সী তাহেরুল ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে ও পেশায় একজন কৃষক। 

বিষয়গুলো নিশ্চত করেছেন সোনাতলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান। 

পুলিশের এ কর্মকর্তা জানান,তাহেরুলের সাথে তার চাচা মঞ্জুর বাড়ির জায়গার সীমানা নিয়ে দ্বন্দ্ব ছিল। শনিবার বিকেলে সেই জায়গা মাপজোক করা হয়। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা যায়। এক পর্যায়ে টুকু ও মঞ্জুর নেতৃত্বে প্রায় ১০ থেকে ১৫ জন তাহেরুলকে মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে সন্ধ্যা পৌনে সাতটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি সৈকত হাসান আরও জানান, ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তুচ্ছ ঘটনায় এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। গ্রেপ্তার দুইজনকে রোববার বিকেলে আদালতে পাঠানো  হয়েছে।