
প্রতীকি ছবি।
বগুড়ায় দুইটি সরকারি কলেজে ছাত্রলীগের কমিটির অনুমোদন করা হয়েছে। একই সাথে কাহালু উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনও দেওয়া হয়।
রোববার সকালে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল আল-মাহিদুল ইসলাম জয় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বগুড়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সিয়াম শাহরিয়ার খান ও সাফিনুল ইসলাম সাফিনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। বগুড়া কাহালু সরকারি কলেজে গোলাম আজম সুমনকে সভাপতি ও তাহাসিন হাসান সুইমকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যর আংশিক কমিটি গঠন করা হয়েছে।
এছাড়াও কাহালু উপজেলা ছাত্রলীগের সভাপতি সৌগির আহম্মেদ (রিতু) ও সাধারণ সম্পাদক হুমায়ন আহম্মেদ উচ্ছাসকে রেখে ৭১ সদস্য নিয়ে পূর্ণঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে জেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মাহিদুল ইসলাম জয় জানান, সংগঠনকে গতিশীল করতে দুইটি সরকারি কলেজ ও কাহালু উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি এক বছরের জন্য অনুমোদন করা হয়েছে। খুব শীঘ্রই অন্যান সাংগঠনিক ইউনিটেও নতুন নেতৃত্ব নিয়ে আসা হবে৷