Joy Jugantor | online newspaper

বগুড়ায় দুই সরকারি কলেজে ছাত্রলীগের কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৯, ১৯ মার্চ ২০২৩

বগুড়ায় দুই সরকারি কলেজে ছাত্রলীগের কমিটি অনুমোদন

প্রতীকি ছবি।

বগুড়ায় দুইটি সরকারি কলেজে ছাত্রলীগের কমিটির অনুমোদন করা হয়েছে। একই সাথে কাহালু উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনও দেওয়া হয়। 

রোববার সকালে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল আল-মাহিদুল ইসলাম জয় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বগুড়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সিয়াম শাহরিয়ার খান ও সাফিনুল ইসলাম সাফিনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। বগুড়া কাহালু সরকারি কলেজে গোলাম আজম সুমনকে সভাপতি ও তাহাসিন হাসান সুইমকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যর আংশিক কমিটি গঠন করা হয়েছে।

এছাড়াও কাহালু উপজেলা ছাত্রলীগের সভাপতি সৌগির আহম্মেদ (রিতু) ও সাধারণ সম্পাদক হুমায়ন আহম্মেদ উচ্ছাসকে রেখে ৭১ সদস্য নিয়ে পূর্ণঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে জেলা ছাত্রলীগ। 

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মাহিদুল ইসলাম জয় জানান, সংগঠনকে গতিশীল করতে দুইটি সরকারি কলেজ ও কাহালু উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি এক বছরের জন্য অনুমোদন করা হয়েছে। খুব শীঘ্রই অন্যান সাংগঠনিক ইউনিটেও নতুন নেতৃত্ব নিয়ে আসা হবে৷