Joy Jugantor | online newspaper

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৯, ১৯ মার্চ ২০২৩

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক গ্রেপ্তার

প্রতীকি ছবি।

বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাব্বির হোসেন (৩৫) নিহত হয়েছেন৷ রোববার সকাল সোয়া ৮ টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কে জামাদারপুকুর বন্দরে এ দুর্ঘটনা ঘটে।

সাব্বির হোসেন শাজাহানপুরের সোনাকানিয়া গ্রামের মৃত তরিকুল্লার ছেলে। তিনি নন্দীগ্রামের কোয়ালিটি ফিড কোম্পানিতে ক্যাজুয়াল কর্মী হিসেবে কর্মরত ছিলেন। 

এই দুর্ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ ও চালক আশরাফুল ইসলাম (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চরলডাঙ্গা গ্রামের বাসিন্দা।

বিষয়গুলো নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসানাত।

পুলিশের এ কর্মকর্তা জানান, সকালে সাব্বির মোটরসাইকেল করে নিজ বাড়ি থেকে নন্দীগ্রাম তার কর্মস্থলে যাচ্ছিলনে। জামাদারপুকুর বন্দরে নাটোরগামী মালবোঝাই ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চাপা পড়ে সাব্বির মারা যান।

এসআই আবুল হাসানাত আরও জানান, স্থানীয়রা ঘাতক ট্রাকসহ চালকে আটক করে রেখেছিলেন৷ সাব্বিরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে ও চালককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।