Joy Jugantor | online newspaper

বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ৭ বছর পুর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৬, ১৬ মার্চ ২০২৩

আপডেট: ০০:১৭, ১৭ মার্চ ২০২৩

বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ৭ বছর পুর্তি উদযাপন

ছবিঃ জয়যুগান্তর।

বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ৭ বছর পুর্তি উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে শহরের জামিল শপিং সেন্টারে প্রতিষ্ঠানটির নিজ কার্যালয়ে এ আয়োজন করা হয়।

এই সময় কেক কাটাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বর্ণাঢ্যভাবে নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে বগুড়া ইভেন্ট ফটোগ্রাফি।

পুরো আয়োজনের সভাপতিত্ব করেন বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ব্যবস্থাপনা পরিচালক ছামিউল্লাহ খান রিয়াদ।

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চীফ ফটোগ্রাফার ফয়সাল হোসেন, সিনিয়র সিনেমাটোগ্রাফার বিপ্লব পাটোয়ারী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক শুভ কুন্ডু, রংধনু ইভেন্ট ম্যানেজমেন্টের বিশ্বজিৎ সরকার, ড্রোন পরিচালক রিফাত শেখ ও ফটোগ্রাফার সজল সিং।

২০১৬ সালের ১৫ মার্চ বগুড়া ইভেন্ট ফটোগ্রাফি যাত্রা শুরু করে। এখন পর্যন্ত বগুড়ার বাহিরে ১২ জেলায় এই প্রতিষ্ঠানটি কাজ করেছে। মাত্র সাত বছরে প্রতিষ্ঠানটি ৯০০ বেশি ইভেন্টে করেছে।