
ফাইল ছবি ।
বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপনির্বাচনে মোসলিম মন্ডল জয়লাভ করেছেন।
বৃহস্পতিবার ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউনিয়নের হরিনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ৮ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়।
২৩২০ জন ভোটারের মধ্যে ১৭৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিজয়ী প্রার্থী মোসলিম মন্ডল (ফুটবল প্রতীক) ৭৩৪ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আইয়ুব উদ্দিন প্রামানিক (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ৭১০ ভোট এবং আরেক প্রার্থী আহম্মেদ আলী প্রামানিক (মোরগ প্রতীক) পেয়েছেন ২৯১ ভোট।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা সমবায় অফিসার আব্দুস সালাম। নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা।
গত ২০২২ সালের ২৬ ডিসেম্বর কুন্দগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য আব্দুর রাজ্জাক হঠাৎ মারা যান। ফলে পদটি শূন্য হয়ে যায়। এ কারনে ওই পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।