Joy Jugantor | online newspaper

ধুনটে অটোভ্যানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৬, ১৬ মার্চ ২০২৩

ধুনটে অটোভ্যানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রতিকী ছবি।

বগুড়ার ধুনটে রাস্তা পার হতে গিয়ে ব্যাটারি চালিত অটোভ্যানের ধাক্কায় আহত কিনু আকন্দ (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিনু আকন্দ ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের নারায়নপুর গ্রামের বাসিন্দা। কিনু বুধবার বেলা ১১টার দিকে নিজ বাড়ি থেকে ধুনট শহরের দিকে রওনা হন। পথিমধ্যে বড়বিলা গ্রামের ধুনট-গোসাইবাড়ী পাকা সড়ক পার হতে গিয়ে ব্যাটারি চালিত অটোভ্যানের ধাক্কায় আহত হন তিনি।

এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে অবস্থার অবনতি হলে কিনুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।