
ছবি- জয়যুগান্তর।
যোগ্যতা না থাকা সত্ত্বেও নামের আগে ‘ডা.’ শব্দ ব্যবহার করে চিকিৎসা দেওয়ায় বগুড়ায় ফার্মেসি মালিক মাহবুবুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় প্রতিষ্ঠানটি সিলগালা দিয়ে সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের গোদাড়পাড়া বাজারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়।
অভিযানের সময় বিপুল পরিমাণ স্যাম্পল ওষুধ জব্দ কার হয়।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, দীর্ঘ দিন থেকে মাহবুবুর রহমান গোদারপাড়া বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করছেন। তিনি ডাক্তার নন, যোগ্যতাও নেই।অথচ রীতিমতো নামের আগে ‘ডা.’ শব্দ ব্যবহার করে ওষুধের ব্যবসার আড়ালে দুইটি বেড বসিয়ে চিকিৎসা দিতেন। চিকিৎসার নামে এলাকার সহজ-সরল সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন মাহবুবুর। তার শুধু মাত্র ফার্মেসির লাইসেন্স আছে। এজন্য মাহবুবুরকে জরিমানাসহ ফার্মেসি সিলগালা করা হয়।
বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী আরও জানান, একই সময়ে গোদারপাড়া বাজারে আপেল হোটলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য এ জরিমানা করা হয়।
এই অভিযানে জাতীয় নিরাপদ খাদ্য কর্র্তৃপক্ষ বগুড়া ও জেলা পুলিশের সদস্যরা সহযোগীতা করে।