Joy Jugantor | online newspaper

নিখোঁজের ৫ দিনেও সন্ধান মেলেনি ২ কলেজ ছাত্রীর

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৮, ৭ ফেব্রুয়ারি ২০২৩

নিখোঁজের ৫ দিনেও সন্ধান মেলেনি ২ কলেজ ছাত্রীর

গাইবান্ধা সরকারি মহিলা কলেজের নিখোঁজ শিক্ষার্থী লাবিবা ও রিফাত জান্নাত।

গাইবান্ধা থেকে দুই কলেজছাত্রী নিখোঁজ হওয়ার ৫ দিন পার হলেও তাদের সন্ধান মেলেনি। গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) মেস থেকে গোবিন্দগঞ্জে নিজ বাড়িতে যাবার পথে নিখোঁজ হয় এ দুই ছাত্রী। 

নিখোঁজ ছাত্রীরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার পাড় সোন্দইল গ্রামের আব্দুল লতিফ সরকারের মেয়ে লাবিবা খাতুন এবং রাখালবুরুজ গ্রামের রউফ মণ্ডলের মেয়ে রিফাত জান্নাত। তারা উভয়েই গাইবান্ধা সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। 

নিখোঁজ রিফাত জান্নাতের বাবা রউফ মণ্ডল জানান, রিফাত জান্নাত ও লাবিবা খাতুন দু’জনই গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি আসার উদ্দেশ্যে একসঙ্গে মেস থেকে বের হয়। কিন্তু ৫ দিন পার হলেও তারা বাড়ি ফেরেনি। 

নিখোঁজ লাবিবা খাতুনের বাবা আব্দুল লতিফ সরকার বলেন, তাদের ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে দু’জনেরই ফোন তখন থেকে বন্ধ পাওয়া যায়।

গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় দুটি জিডি হয়েছে। তাদের সন্ধান এখনো পাওয়া যায়নি। তবে পুলিশি তৎপরতা চলমান রয়েছে।