Joy Jugantor | online newspaper

তরকারি কাটা বটি দিয়ে গলা কেটে গৃহবধুর আত্মহত্যা

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৩, ৭ ফেব্রুয়ারি ২০২৩

তরকারি কাটা বটি দিয়ে গলা কেটে গৃহবধুর আত্মহত্যা

তরকারি কাটা বটি দিয়ে গলা কেটে গৃহবধুর আত্মহত্যা

নাটোরে তরকারি কাটা বটি দিয়ে গলা কেটে সুমি সাহা (৩২) নামের এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ ওঠেছে। নিহত সুমি একই এলাকার স্বপন সাহার স্ত্রী।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের লালবাজার মহল্লায় এই ঘটনা ঘটে। 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সুমি সাহা মানসিক রোগী ছিলেন। দুপুরে পরিবারের সকলে একসঙ্গে খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়া শেষে সুমি তার শয়ন কক্ষে গিয়ে তরকারি কাটা বটি দিয়ে নিজ গলায় কোপ দেয়। এসময় তার গোঙানির আওয়াজ পেয়ে পরিবারের লোকজন ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে। 

পরে দ্রুত তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে রাজশাহী নেয়ার পথে সুমির মৃত্যু হয়।

নিহতের ৭ বছরের একটি ছেলে এবং তিন বছরের একটি মেয়ে রয়েছে বলে জানা যায়।

নাটক সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসির আহমেদ জানান, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।