Joy Jugantor | online newspaper

জিএম কাদেরকে নিয়ে হাইকোর্টের রায়ের পর রংপুরে মিষ্টি বিতরণ

 রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৪, ৬ ফেব্রুয়ারি ২০২৩

জিএম কাদেরকে নিয়ে হাইকোর্টের রায়ের পর রংপুরে মিষ্টি বিতরণ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ খবর ছড়িয়ে পড়লে রোববার সন্ধায় রংপুর নগরীজুড়ে মিষ্টি বিতরণ করেন জাতীয় পার্টি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

একই দিন নিম্ন আদালতের দেওয়া নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি এখন থেকে দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবেন।

এ দিন রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি, জাতীয় ছাত্র সমাজ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ও যুব সংহতিসহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নগরীর প্রধান সড়কে মিষ্টি বিতরণ করেন।

জাতীয় পার্টি রংপুর জেলার সদস্যসচিব হাজ্বী আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি লোকমান হোসেন, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক ফারুক হোসেন মন্ডল, সদস্যসচিব মাহাবুবুর রহমান বেলালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।