
প্রতিকী ছবি।
বগুড়ার আদমদীঘিতে ২৭ পিস এ্যাম্পলসহ গোপেন মহন্ত (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার গোপেন উপজেলার নশরতপুর ইউনিয়নের কলেজ পাড়া এলাকার মৃত গোপাল মহন্তের ছেলে।
রোববার দুপুরে মাদক আইনে মামলা দিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানাযায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মুরইল বাজার এলাকায় দিপ্ত ফার্মেসী অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ২৭ পিস এ্যাম্পুল ইনজেকশনসহ তাকে গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, গ্রেফতার গোপেনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।