
গ্রেপ্তার নাজমুল
বগুড়ার আদমদীঘিতে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজাসহ নাজমুল মিয়া (৩২) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের সদস্যরা।
শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার নাজমুল ব্রাক্ষ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ফতেপুর গ্রামের সাহাদাত আলী মিয়ার ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম।
তিনি জানান, শনিবার সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম থেকে নওগাঁগামী ‘নওগাঁ ট্রাভেলস’ নামে একটি যাত্রীবাহী বাসে নাজমুল মিয়া নামের যুবক যাত্রী বেশে গাঁজা নিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সান্তাহার পূর্ব ঢাকারোড মোড় এলাকায় বাসটি পৌঁছনোর পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সেখানে তল্লাশি শুরু করে।
এসময় নাজমুল মিয়ার দুই পায়ের মাঝখানে রাখা প্লাস্টিকের ব্যাগের ভিতর কাপড় দিয়ে মোড়ানো ৪ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।