Joy Jugantor | online newspaper

দিনদুপুরে তালা ভেঙে ব্যাংক থেকে ৪ লাখ টাকা লুট

 রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৪, ৪ ফেব্রুয়ারি ২০২৩

দিনদুপুরে তালা ভেঙে ব্যাংক থেকে ৪ লাখ টাকা লুট

ডাচ বাংলার এজেন্ট ব্যাংকের শাখাটি

রংপুরের হারাগাছ থানার সারাই আমবাগান এলাকায় ডাচ বাংলার একটি এজেন্ট ব্যাংকে তালা ভেঙে ঢুকে চার লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হারাগাছ থানার সারাই আমবাগান এলাকায় ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট হাবিবুর রহমানের এজেন্ট ব্যাংকিং কার্যালয়ে শুক্রবার জুমার নামাজের জন্য ব্যাংক বন্ধ করে কর্মকর্তা কর্মচারীরা নামাজ পড়তে মসজিদে যান। এ সুযোগে একদল দুর্বৃত্ত ব্যাংকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ড্রয়ার ভেঙে নগদ চার লাখ টাকা লুট করে নিয়ে যায়। প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটলেও আশপাশের লোকজন দুর্বৃত্তদের প্রতিরোধে এগিয়ে আসার সাহস পায়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ বিষয়ে হারাগাছ থানার ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে দুর্বৃত্তদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার বা লুণ্ঠিত টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলার করার।