Joy Jugantor | online newspaper

নাটোরে ধর্ষণচেষ্টা মামলায় এক বৃদ্ধের ১০ বছরের কারাদণ্ড

নাটোর প্রতিনিধি 

প্রকাশিত: ০৪:৪৭, ২৪ জানুয়ারি ২০২৩

নাটোরে ধর্ষণচেষ্টা মামলায় এক বৃদ্ধের ১০ বছরের কারাদণ্ড

নাটোরে ধর্ষণচেষ্টা মামলায় এক বৃদ্ধকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

নাটোরে ধর্ষণচেষ্টা মামলায় এক বৃদ্ধকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। জরিমানার টাকা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

দণ্ডিতের নাম মো. আজিজ। ৬৩ বছর বয়সী আজিজ জেলার সিংড়া উপজেলার সোয়াইর গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণ দিয়ে আদালতের পিপি আনিছুর রহমান বলেন, বিবাহবিচ্ছেদ হওয়ার পর সন্তানদের নিয়ে সিংড়া উপজেলায় নিজ বাড়িতে থাকতেন ওই নারী। ২০১৮ সালের ১৩ মার্চ দুপুরে সন্তানদের অনুপস্থিতিতে ওই নারীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন আজিজ। একপর্যায়ে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এসে আজিজকে হাতেনাতে ধরেন। তবে তাকে ছিনিয়ে নিয়ে যান প্রভাবশালী স্বজনরা।

এ ঘটনার পাঁচদিন পর নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণচেষ্টার মামলা করেন ভুক্তভোগী নারী। মামলাটি তদন্ত করে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ। প্রতিবেদনে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এর মধ্যে জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক রয়েছেন আজিজ। দীর্ঘ শুনানি শেষে সোমবার এ রায় দেয় আদালত।