Joy Jugantor | online newspaper

বগুড়ায় সাড়ে ৭ টাকার ইনজেকশন ৫০ টাকায় বিক্রি! অতঃপর...

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪:২৫, ৬ ডিসেম্বর ২০২২

আপডেট: ০৫:০২, ৬ ডিসেম্বর ২০২২

বগুড়ায় সাড়ে ৭ টাকার ইনজেকশন ৫০ টাকায় বিক্রি! অতঃপর...

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।

বগুড়ায় সাড়ে ৭ টাকার ইনজেকশন ৫০ টাকায় বিক্রি করায় দিষাত ফার্মেসির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । অভিযোগের প্রেক্ষিতে সোমবার (৫ ডিসেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করে। এসময় প্রতিষ্ঠানটি সিলগালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জাকারিয়া নামের এক ব্যক্তি শিশু সন্তানের জন্য রাত ২ টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে সামনে দিষাত ফার্মেসিতে ইনজেকশন কিনতে যান।

এসময় ওষুধের অন্যান ফার্মেসি বন্ধ থাকায় 'এভিল' নামের সাড়ে ৭ টাকার ইনজেকশন ফার্মেসি মালিক ৫০ টাকায় বিক্রি করেন। পরবর্তীতে জাকারিয়া ইনজেকশনের সঠিক মূল্য জানতে পেরে আমাদের কাছে লিখিত অভিযোগ জানান। 

এ ঘটনায় ফার্মেসি মালিক মো. মোজ্জামেল ওরফে জাপানকে তলব করা হয়। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উভয় পক্ষকে নিয়ে শুনানি শেষে ফার্মেসি মালিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওষুধের ওই ফার্মেসি সাময়িক সিলগালা করা হয়েছে। 

তিনি আরও জানান,  অভিযোগকারী আইন অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ হিসেবে ৫ হাজার টাকাও পেয়েছেন।