Joy Jugantor | online newspaper

বগুড়াসহ রাজশাহীর আট জেলায় বাস চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৪, ৪ ডিসেম্বর ২০২২

আপডেট: ০১:২২, ৪ ডিসেম্বর ২০২২

বগুড়াসহ রাজশাহীর আট জেলায় বাস চলাচল শুরু

শনিবার বিকেলে বগুড়ার ঠনঠনিয়া বাসস্ট্যান্ড।

দশ দফা দাবি পর্যায়ক্রমে পূরণের আশ্বাসে রাজশাহীর আট জেলায় পরিবহন ধর্মঘট তুলে নিয়েছে মালিক-শ্রমিক ঐক্য। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে এই ধর্মঘট তুলে নেয়ার ঘোষণা দেয়া হয়।

এরপর থেকে বগুড়ার ৩৪টি রুটে বাস চলাচল শুরু হয়েছে। 

ধর্মঘট তুলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী বিভাগীয় মালিক শ্রমিক যৌথ ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।  

তিনি বলেন, আজ রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে বৈঠক হয়েছে। বৈঠকে ১০  দফা দাবির মধ্যে ৪ দফা এক মাসের মধ্যে এবং বাকি ৬ দফা পর্যায়ক্রমে তিন মাসের মধ্যে বাস্তবায়ন করার আশ্বাস দেয়া হয়েছে। এরপরেই রাজশাহী বিভাগীয় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন পরিবহন মালিক শ্রমিক সংগঠন। 

গত ২৬ নভেম্বর রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক- শ্রমিক পরিষদের যৌথ সভা রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির আয়োজনে নাটোরে অনুষ্ঠিত হয়। সেখানে পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয়। এই সিদ্ধান্ত মতে গত ১ ডিসেম্বর ভোর ৬টা থেকে রাজশাহী বিভাগের সব জেলায় যাত্রীবাহী ও পণ্য পরিবহনের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় পরিবহন নেতারা।