
বৃহস্পতিবার বগুড়ায় ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও সাধারন সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ নেতৃবৃন্দের ওপর হামলা ও গাড়ী ভাংচুরের ঘটনায় বগুড়ায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় শহরের নবাববাড়ী রোড় দলীয় কার্যালয়ের সামনে র্যালি শেষে সমাবেশ করে বগুড়া জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা।
ছাত্রদল নেতা সোহরাব হোসেন বাপ্পির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবু আশা সিদ্দিকী রাকিব, রেমন রহমান, সহ-সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রবি, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, মামদুদুর রহমান সানজাদসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তরা বলেন, হামলা আর গায়েবি মামলা দিয়ে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন স্তব্ধ করা যাবেনা। সারা দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখে আন্দোলনে অংশ গ্রহন করছে। নেতৃবৃন্দের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানান ছাত্র নেতারা।