
সংগৃহীত ছবি।
সিরাজগঞ্জের কামারখন্দে ১৮২ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।গতকাল রাত সাড়ে ৯ টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কাওছার আলী (২১),সিরাজগঞ্জ বিলগজারিয়া উপজেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ র্যাব -১২ এর লেফটেন্যান্ট স্কোয়াড কমান্ডার মোঃ আবুল হাসেম সবুজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার কামাখন্দ উপজেলার ভদ্রঘাট বাজারের খানপাড়া এলাকায় অভিযান চালিয়ে১৮২ পিচ ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত বিরুদ্ধে সিরাজগঞ্জের কামারখন্দ থানায় মাদকা আইনে মামলা দায়ের করা হয়েছে।