বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদ বিতরণ করা হচ্ছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে বগুড়া উডবার্ণ সরকারি গণগ্রন্থাগার। বুধবার বেলা আড়াইটার দিকে গণগ্রন্থাগারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপরিচালক আবু সাইদ মো. কাওছার রহমান। এতে সভাপতিত্ব করেন উডবার্ণ সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মো. আমির হোসেন।
এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন প্রধান ও বিশেষ অতিথি।
১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস নিয়ে চার ক্যাটাগরিতে রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়। এতে পঞ্চম থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। এছাড়াও সর্বসাধারণের জন্য রচনা প্রতিযোগীতার ব্যবস্থায় ছিল। প্রতিযোগীতায় মোট ১২ জনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার তুলে দেয়া হয়।
একইভাবে চিত্রাংকনে তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগীতা হয়। এতে সাতজনকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে এ সময় লাইব্রেরি সহকারী আনিছুল হক, রিডিং হল সহকারী লুৎফর রহমানসহ গ্রন্থাগারের নিয়মিত পাঠকরা উপস্থিত ছিলেন।