Joy Jugantor | online newspaper

ধুনটে নারীদের মাঝে শাড়ি ও অর্থ বিতরণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪০, ২৯ সেপ্টেম্বর ২০২২

ধুনটে নারীদের মাঝে শাড়ি ও অর্থ বিতরণ

শাড়ি ও অর্থ বিতরণ।

বগুড়ার ধুনটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মালম্বী ৩০ জন অসহায় নারীকে একটি করে শাড়ি ও নগদ অর্থ দিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মৈত্রী। 

বুধবার সকাল ১১টার দিকে ধুনট হাইস্কুল সুপার মার্কেটের ২য় তলায় সংগঠনটির কার্যালয়ে শাড়ি ও নগদ টাকা বিতরণ করা হয়। 

শাড়ি বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন মৈত্রীর নির্বাহি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহা সন্তোষ। 

মৈত্রীর মানবিক কর্মসূচির সমন্বয়ক সাংবাদিক আমিনুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে শাড়ি ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে মৈত্রীর নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক সুব্রত কুমার ঘোষ, সদস্য রনি কুমার সাহা, অডিট কমিটির সদস্য স্কুল শিক্ষক উজ্জল কুমার, মানবিক কর্মসূচি’র সমন্বয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, সজল কুমার সরকার ও প্রভাত চন্দ্র উপস্থিত ছিলেন।