
ছবি- জয়যুগান্তর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উদযাপন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক, সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এদদাদুল হক, আওয়ামী লীগ নেত্রী শামীমা আক্তার মুক্তা, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীদুর রহমান কয়েনসহ প্রমুখ।