Joy Jugantor | online newspaper

তালোড়ায় অটোভ্যান চালকদের মানববন্ধন

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ০১:২০, ২৯ সেপ্টেম্বর ২০২২

তালোড়ায় অটোভ্যান চালকদের মানববন্ধন

ছবি- জয়যুগান্তর।

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় চালকেরা টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছে। বুধবার তালোড়া রেলগেট এলাকায় এর আয়োজন করা হয়।

চালকদের দাবি, অটোভ্যান ও ইজিবাইক থেকে পৌরসভা কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবত অবৈধভাবে প্রতিদিন ১০ টাকা করে টোল আদায় করে। 

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন তালোড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রাজু, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম নজু, আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম, অটোভ্যান চালক নজরুল ইসলাম, জহুরুল ইসলাম ও এনামুল হক। 

মানববন্ধনে বক্তারা বলেন, পৌরসভার অবৈধ টোল আদায় বন্ধ করতে হবে। অন্যথায় পরবর্তীতে বড় ধরণের আন্দোলন করা হবে। 

মানববন্ধন শেষে অবৈধ টোল আদায় বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদীর কাছে স্মারকলিপি প্রদান করে আটোভ্যান চালকেরা।

এ বিষয়ে জানতে চাইলে তালোড়া পৌরসভার মেয়র আমিরুল ইসলাম বকুল বলেন, পৌরসভার উন্নয়নে বিধি মোতাবেক দরপত্রের মাধ্যমে টোল আদায়ের জন্য ইজারা প্রদান করা হয়েছে। ছোট পৌরসভা হওয়া সত্ত্বেও বিভিন্ন উন্নয়নমূলক কাজসহ সকল কর্মকর্তা-কর্মচারীর বেতন ভাতাদি নিয়মিত পরিশোধ করে আসছি। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌরসভার এই উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে একটি মহল আমার বিরুদ্ধে অটোভ্যান চালকদের লেলিয়ে দিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পৌরসভা কর্তৃপক্ষ টোল আদায়ের বিষয়টি বিধি মোতাবেক না হলে ব্যবস্থা নেওয়া হবে।