
আত্রাই উপজেলার ব্রজপুর বাজারে অভিযান চলছে।
নওগাঁর আত্রাইয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে দুই ফার্মেসির মালিককে সাত হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার বিকেলে উপজেলার ব্রজপুর বাজারে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন।
তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আত্রাই উপজেলার ব্রজপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে বাজারে সরদার মেডিসিন হাউস এর মালিককে ৫ হাজার টাকা ও মা ফার্মেসির মালিককে ২ হাজার টাকা সহ মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে আত্রাই নিরাপদ খাদ্য পরিদর্শক ও আত্রাই থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলো।
জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।