Joy Jugantor | online newspaper

কাহালুতে দুর্গপূজার নিরাপত্তায় পুলিশের মতবিনিময় 

কাহালু (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৪, ২৫ সেপ্টেম্বর ২০২২

কাহালুতে দুর্গপূজার নিরাপত্তায় পুলিশের মতবিনিময় 

পুলিশের মতবিনিময় |

বগুড়ার কাহালু থানা পুলিশের আয়োজনে শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কাহালু থানা চত্বরে এ সভার আয়োজন করা হয়। 

এসময় কাহালু উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা তাদের বিভিন্ন সমস্যা বিষয়ে আলোচনা করেন। 

সভায় কাহালু থানার অফিসার ইনচার্জ আমবার হোসেন দুর্গাপূজা উদযাপনে সবরকম নিরাপত্তা প্রদানের আশ্বাস দেন। এসময় তিনি জানান, পুলিশের পাশাপাশি আনসার, গ্রাম পুলিশ ও সেচ্ছাসেবীরা নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন। 

সভায় আরও উপস্থিত ছিলেন কাহালু থানার ইন্সপেক্টর (তদন্ত) এবিএম ফিরোজ ওয়াহিদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জ্বল হোসেন।

কাহালু উপজেলায় এবছর মোট ৩১ পূজা মণ্ডবে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে।