Joy Jugantor | online newspaper

বগুড়ায় ঘরে ব্যস্ত মা, বালতির পানিতে ডুবে মরল শিশু

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১৬:৪৫, ২৪ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৭:২৩, ২৪ সেপ্টেম্বর ২০২২

বগুড়ায় ঘরে ব্যস্ত মা, বালতির পানিতে ডুবে মরল শিশু

প্রতীকী ছবি।

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বালতির পানিতে পড়ে রশনী আক্তার নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে ওই উপজেলার গোহাইল ইউনিয়নের রুপিহার গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রশনী ওই গ্রামের এমদাদুল হকের মেয়ে। 

স্থানীয় সূত্র বলছে, দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল রশনী। ওই সময় সংসারের কাজে ব্যস্ত ছিলেন তার মা তানিয়া বেগম। ঘরে কাজের এক পর্যায়ে উঠানে এসে মেয়ে রশনীকে দেখতে পাননি তানিয়া। এরপরই তাকে খুঁজতে শুরু করেন তিনি। পরে বাড়ির ওয়াশরুমে গিয়ে রশনীর দেখা পান তিনি। তবে ওই সময় নিথর ছিল রশনী। খেলার এক পর্যায়ে ওয়াশরুমের বালতিতে পড়ে যায় রশনী। সেখানে জমিয়ে রাখা পানিতে ডুবে তার মৃত্যু হয়।

মৃতের চাচা আব্দুস সাত্তার বালতির পানিতে ডুবে রশনীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।