Joy Jugantor | online newspaper

ক্যান্সারের কাছে হার মানলেন রাবির আরেক অধ্যাপক

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৮, ২২ সেপ্টেম্বর ২০২২

ক্যান্সারের কাছে হার মানলেন রাবির আরেক অধ্যাপক

ফাইল ছবি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের শিক্ষক ও চেয়ারম্যান প্রফেসর ড. কেএম রবিউল করিম মারা গেছেন। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসা নিচ্ছিলেন তিনি। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কলকাতার টাটা মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন ৫১ বছর বয়সি রাবির এ শিক্ষক। 

ড. করিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. গোলাম কিবরিয়া ফেরদৌস। তিনি বলেন, ২০১৮ সাল থেকে তিনি এই রক্তরোগে ভুগছিলেন। তবে ২০১৯ সালে তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য ভারতের কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন তিনি। কলকাতার টাটা মেডিকেল সেন্টারে কেমোথেরাপি নিচ্ছিলেন।

তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিভাগে শিক্ষক প্রফেসর ড. মো. রবিউল ইসলাম বলেন, অধ্যাপক রবিউল করিম ছিলেন শিক্ষার্থীবান্ধব। শুধু বিভাগেই নয়; তিনি ছিলেন পুরো সমাজবিজ্ঞান অনুষদের একজন প্রথিতযশা গবেষক ও অধ্যাপক। অত্যন্ত মেধাবী ও একজন যথেষ্ট বিনয়ী ছিলেন তিনি।