Joy Jugantor | online newspaper

আদমদীঘিতে গার্মেন্টস ব্যবসায়ীকে মারপিট 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১২, ২২ সেপ্টেম্বর ২০২২

আদমদীঘিতে গার্মেন্টস ব্যবসায়ীকে মারপিট 

ফাইল ছবি।

বগুড়ার আদমদীঘিতে গার্মেন্টস ব্যবসায়ী তাজুল ইসলামের পথরোধ করে মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় ঘটেছে। এই ঘটনায় তিনি  ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।

তাজুল ইসলাম উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্ধা। 

আদালতের বিচারক অনন্যা রায় মামলাটি আমলে নিয়ে বগুড়া পিবিআইকে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে আইনজীবি রুহুল আমীন বাবু মামলা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার আসামীরা হলো ইমরান (২১) সাগর (২৫) শাহীন (৩৫) মোহন (১৯) দোস (২৬) মতিউর (৩৮) আজিজার (৫৫) বকুল (৪৫) ফরিদুল (৩৮) মেহেদী (২২) মহসিন (৩২) ও মকছেদ (৪২)। তারা সবাই উপজেলার নসরতপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্ধা।

মামলা সূত্রে জানা যায়, তাজুল উপজেলার নসরতপুর বাজারে আলহাজ¦ মার্কেটে ‘চয়েস গার্মেন্টস’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিনের মতো গত ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার দিকে তিনি ও তার আপন ছোট ভাই রাজু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এসময় লক্ষীপুর গ্রামের জনৈক বাবুর বাড়ির সামনে তারা পৌঁছা মাত্র পূর্বপরিকল্পিতভাবে বাদীর ব্যবসা প্রতিষ্ঠানের পুঁজির ৩৫হাজার টাকা, তাদের কাছে থাকা ৩৮ হাজার টাকা মূল্যের ২টি স্মার্টফোন ছিনিয়ে নেয় এবং আসামীরা দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে তাদের গুরুতর জখম করেন। 

বাদীর ভাই রাজুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আসামীরা সেখান থেকে পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। 

এরপর গত সোমবার তাজুল বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে কোর্টে মামলাটি দায়ের করেন।
 
মামলার আসামী শাহীন বলেন, আমি সেদিন এলাকাতেই ছিলাম না। আমাকে আসামী করে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, এ বিয়ষে থানায় কেউ মামলা বা লিখিত অভিযোগ দায়ের করেননি।