Joy Jugantor | online newspaper

শুকনা বিলে ডুবে প্রাণ গেল শিশুর 

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০২, ২০ সেপ্টেম্বর ২০২২

শুকনা বিলে ডুবে প্রাণ গেল শিশুর 

প্রতীকী ছবি।

নওগাঁর মান্দায় শুকনা বিলের পানিতে ডুবে আবু তালেব নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর দেড় টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউপির পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার দুপুর ১২ টার দিকে পাইকপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে আবু তালেব সবার অগোচরে বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে পাইকপাড়া গ্রাম (শুকনা বিল) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মান্দার ১২ নম্বর কাঁশোপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।