Joy Jugantor | online newspaper

পুকুরে গোসলে নেমে আর ওঠেননি বৃদ্ধা, মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:১৫, ১৯ আগস্ট ২০২২

পুকুরে গোসলে নেমে আর ওঠেননি বৃদ্ধা, মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি।

নাটোর শহরের মীরপাড়া দারুস সালাম জামে মসজিদের পেছনের একটি পুকুর থেকে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার সকালে শহরের মীরপাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নাটোর সদর থানার ওসি নাসিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের মীরপাড়া মসজিদের পেছনে পুকুরে ওই বৃদ্ধা গোসল করতে নেমে আর উঠে আসেননি। পরে নাটোর ফায়ার সার্ভিস দলকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন। তবে কেউ সঠিক ঘটনা বলতে না পারায় তারা চলে যায়। পরে শুক্রবার সকালে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। 

তিনি আরো জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো মরদেহটির পরিচয় পাওয়া যায়নি।