Joy Jugantor | online newspaper

নন্দীগ্রামে জ্বালানি তেল ও মিষ্টিতে কারসাজি, জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশিত: ২২:৪৬, ১৭ আগস্ট ২০২২

নন্দীগ্রামে জ্বালানি তেল ও মিষ্টিতে কারসাজি, জরিমানা

ভ্রাম্যমাণ আদালত অভিযান।

বগুড়ার নন্দীগ্রামের শিমলা বাজারে চৌধুরী ফিলিং ষ্টেশনে জ্বালানি তেল বিক্রিতে ওজনে কম দেয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  একই সঙ্গে ওজনে কম দেওয়ায়, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ও মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিফা নুসরাত।

 ইউএনও বলেন, পরিমাপে কম দেওয়ায় উপজেলার চৌধুরী ফিলিং ষ্টেশনকে ৫০ হাজার টাকা ও ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে সাকিব ও ভাই-বোন নামে দুইটি মিষ্টির দোকানে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।