Joy Jugantor | online newspaper

শিবগঞ্জে আশুরা উপলক্ষে শোক মজলিস 

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৫০, ৯ আগস্ট ২০২২

শিবগঞ্জে আশুরা উপলক্ষে শোক মজলিস 

শিবগঞ্জে আশুরা উপলক্ষে শোক মজলিস।

বগুড়ার শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মজলিস ও র‌্যালী করেছে শিয়া সম্প্রদায়ের মুসল্লিরা। 

মঙ্গলবার সকালে উপজেলার হরিপুরে (মোহাম্মদপুর) ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন এ আয়োজন করে। পরে এক শোক র‌্যালী করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সরকারি আযিযুল হক কলেজের সহকারী অধ্যাপক টিপু সুলতান, রাজশাহী সরকারি কলেজের বিভাগীয় প্রধান (রসায়ন) আ.জ.ম মনিরুল ইসলাম, ব্র্যাক আইন ও সালিশ সহায়তা অফিসার এনামুল হক, সাবেক জি.এম রাজশাহী সুগার মিল মীর সিদ্দকুর রহমান, হুজ্জাতুল ইসলাম মাওলানা শরিফুল ইসলাম, খতিত আল মোস্তফা, শাহীনুর রহমান, হুজ্জাতুল ইসলাম মাওলানা মো. আলী নেওয়াজ খান, আবু জাফর মন্ডলসহ আরো অনেকে।