Joy Jugantor | online newspaper

বগুড়ায় বিজিএস গ্লোবাল হাসপাতাল ইন্ডিয়া তথ্য কেন্দ্রের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৭, ৭ আগস্ট ২০২২

বগুড়ায় বিজিএস গ্লোবাল হাসপাতাল ইন্ডিয়া তথ্য কেন্দ্রের উদ্বোধন

রোববার বগুড়ায় বিজিএস গ্লোবাল হাসপাতাল ইন্ডিয়া এর তথ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়।

বগুড়ায় বিজিএস গ্লোবাল হাসপাতাল ইন্ডিয়া এর তথ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে শহরের মালতিনগর এলাকায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিপার আল-বখতিয়ার। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ডা. জিয়াউল হক, ভারতের ব্যাঙালোরের বিজিএস গ্লোবাল হাসপাতালের সিনিয়র সার্জিক্যাল অনকোলজি ডা. মনিকা প্যানসারী, সিনিয়র নিউরোলজিস্ট ডা. লাক্সমান আই কে, ব্যাঙ্গলোরের বিজিএস গ্লোবাল হাসপাতালের কর্মকর্তা জোসনা ঠাকুর, প্রিয়া রাজেন্দ্রাসহ প্রমুখ। 

এসময় ডা. জিয়াউল হক বলেন, এ হাসপাতালের মাধ্যমে রোগীদের যথার্থ সেবা দেয়া হবে। যারা উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যাবেন তাদের যেন কোন হয়রানির শিকার না হতে হয় সেসব বিষেয়ে কাজ করবে এ হাতপাতাল। আমাদের এখান থেকে অল্প খরচে রোগীরা ইন্ডিয়াতে উন্নত সেবা নিতে পারবেন। রোগীদের উন্নত সেবাই হবে আমাদের হাসপাতালের মূল লক্ষ্য।