Joy Jugantor | online newspaper

বগুড়ায় শেখ কামালের জন্মবার্ষিকী পালন করল আরডিএ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪১, ৬ আগস্ট ২০২২

বগুড়ায় শেখ কামালের জন্মবার্ষিকী পালন করল আরডিএ

শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন আরডিএ’র কর্মকর্তা-কর্মচারীরা।

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীতে (আরডিএ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালন হয়েছে। 

শুক্রবার জুম্মা নামাজের পর একাডেমী জামে মসজিদে এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এরপর বঙ্গবন্ধু কর্নারে স্থাপিত শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এতে উপস্থিত ছিলেন মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদ। একাডেমীর বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরাও এ সময় উপস্থিত ছিলেন। 

পরবর্তীতে বিকাল ৩ টায় আইসিটি ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরডিএর মহাপরিচালক খলিল আহমেদ। সভায় মূল আলোচক ছিলেন একাডেমীর উপ-পরিচালক শেখ শাহরিয়ার মোহাম্মাদ।

আলোচনা শেষে জন্মদিনের কেক কাটা হয় এবং একাডেমী স্কুল এন্ড কলেজ মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।