Joy Jugantor | online newspaper

বগুড়ায় শ্রমজীবি নারীদের নিয়ে সচেতনতামূলক কর্মসভা

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২১:০৬, ৫ জুলাই ২০২২

আপডেট: ২১:১০, ৫ জুলাই ২০২২

বগুড়ায় শ্রমজীবি নারীদের নিয়ে সচেতনতামূলক কর্মসভা

বগুড়ায় শ্রমজীবি নারীদের নিয়ে সচেতনতামূলক কর্মসভা।

বগুড়ায় নারীদের মাসিক ব্যবস্থাপনা ও কুসংস্কার এবং পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক কর্মসভা করেছে ‘সি ইকুয়াল ফাউন্ডেশন’ নামে স্বেচ্ছাসেবী সংগঠন। এতে সহযোগীতা করে বগুড়া সদর থানার নারী ও শিশু হেল্প ডেস্ক।

মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের বিসিক শিল্পনগরীতে অবস্থিত আকবরিয়া লিমিটেডের কারখানায় এ আয়োজন করা হয়। এতে ৫০ জন শ্রমজীবি নারী অংশ নেন। এদিন দুপুর ২ টার দিকে এ কর্মসভা শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত।

কর্মসভায় নারীদের মাসিক বিষয়ে সচেতনতা, কুসংস্কার, পরিচ্ছন্নতার বিষয়ে শ্রমজীবি নারীদের সচেতন করতে আলোচনা করা হয়। এছাড়াও যৌন হয়রানি, নারী নির্যাতন, নারীদের আইনি ও স্বাস্থ্য সহায়তা নিয়েও আলোচনা করা হয় এ অনুষ্ঠানে।

এ সময় উপস্থিত ছিলেন সি ইকুয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক তামিমা নাসরিন,  জেলা মহিলা শ্রমিক লীগ নেত্রী শামীমা আক্তার জলি, বগুড়া সদর থানার এসআই জেবুন্নেছা, আকবরিয়া লিমিটেডের অ্যাডমিন অফিসার সুফিয়া খাতুন।