Joy Jugantor | online newspaper

বগুড়ায় পূর্ব বিরোধের জেরে মুদি দোকান ভাংচুর ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৮, ২৯ জুন ২০২২

বগুড়ায় পূর্ব বিরোধের জেরে মুদি দোকান ভাংচুর ও লুটপাট

বগুড়া শহরের উত্তর চেলোপাড়ায় ফজল প্রামানিকের মুদি দোকানে হামলা চালিয়ে ভাংচুর করা হয়।

পূর্ব বিরোধের জেরে বগুড়া শহরের উত্তর চেলোপাড়ায় ফজল প্রামানিকের মুদি দোকানে হামলা চালিয়ে মারধরসহ, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত ২৮ জুন মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ হামলা চালানো হয়। 

এঘটনায় ভুক্তভোগী ফজল গত মঙ্গলবার সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।  

অভিযোগে সূত্রে জানা যায়, গত ২৮ জুন রাত সাড়ে ১১ টার দিকে ওই এলাকার বাচ্চুর ছেলে নয়ন, মৃত নিমাইয়ের ছেলে শাকিল ও মাসুদের ছেলে সুলতানসহ আরো ১২ থেকে ১৩ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার মুদি দোকানে হামলা চালিয়ে মারধর ও দোকান ভাংচুর করে। 

এসময় তার স্ত্রী, ছেলে, ছোটভাই এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে হামলাকারীরা। তারা দোকানের ক্যাশ থেকে ৯০ হাজার টাকা ও বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় বলে দাবি করেন ভূক্তভোগী ফজল। এসময় আশেপাশের লোকজন এগিয়ে এলে তারা বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যায়।  

এ বিষয়ে জানতে চাইলে নারুলী ফাঁড়ীর এস আই শহিদুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে সরিয়ে দেই। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।