Joy Jugantor | online newspaper

শিবগঞ্জে চোরাই গরুসহ গ্রেফতার ৮

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৭, ৩০ জুন ২০২২

আপডেট: ০১:২০, ৩০ জুন ২০২২

শিবগঞ্জে চোরাই গরুসহ গ্রেফতার ৮

চোরাই গরুসহ গ্রেফতার হওয়া আট ব্যক্তি।

বগুড়ার শিবগঞ্জে ২টি চোরাই গরুসহ চোরচক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 
এর আগে ভোর রাতে উপজেলার পঞ্চদাস ভোলাপাড়া কসাই আজিজারের বাড়ির সামনে থেকে চোরাই গরু দুটি উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ত্রিলোচ বড়াইলের রমজান আলী(২৫), সাগর মন্ডল(২২),নাহিদ সরকার(২২) ত্রিলোচ ধুতার পাড়ার সেলিম প্রামাণিক(২৩) এবং পঞ্চদাস ভোলাপাড়ার আজিজুল সরদার(৫৫), আতিকুর সরদার(৩৫), জয়নাল সরদার(৩০) ও খোকন সরদার(২৫)

মামলার বরাতে শিবগঞ্জ থানার এসআই বেলাল জানান, উপজেলার আটমূল গ্রামের বুলু মিয়ার নেতৃত্বে আসামিরা ট্রাকে করে বিভিন্নস্থান থেকে গরু চুরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছে থেকে সাদা-কালো রংয়ের একটি অস্ট্রেলিয়ান ষাড় ও সাদা-কালো রংয়ের একটি অস্ট্রেলিয়ান বোকনা গরু উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৪০হাজার টাকা।

এবিষয়ে শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস বলেন, আসামীদের বিরুদ্ধে চোরাই মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চোরা চক্রের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।