
আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুপচাঁচিয়ায় আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে সংগঠনটির নিজ দলীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল আয়োজিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান ও সঞ্চালনা করেন
সাধারণ সম্পাদক এমদাদুল হক।
এসময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার ও সদস্য আনোয়ার হোসেন ।
প্রতিষ্ঠাবার্ষিকির এই আয়োজনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।