Joy Jugantor | online newspaper

শিবগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১০, ২৩ জুন ২০২২

আপডেট: ১৮:১৪, ২৩ জুন ২০২২

শিবগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

বগুড়ার শিবগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু চত্বরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। 

এরপর দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা, দোয়া মাহিফল ও দুপুর ১ টার দিকে কেক কর্তন করা হয়।

দিনব্যাপী চলা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, আওয়ামী লীগ নেতা এমদাদুল হক এমদাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, পৌর আওয়ামীলীগ সভাপতি আমিনুল হক দুদু, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মোল্লা, আওয়ামীলীগ নেতা সাবেক জেলা পরিষদের সদস্য মারুফ রহমান মুঞ্জু, সোহেল রানা মিন্টু, সাহাব উদ্দীন শিবলী, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি চেয়ারম্যান আহসান হাবিব সবুজ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চঞ্চল, শহিদুল ইসলাম শহিদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
 

Add